
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সম্বলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা সম্বলিত লিফলেট বিতরণকালে এক আ’লীগ কর্মীকে আটক করা হয়েছে।
ওই ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী (৪২)। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক চৌধুরী৷ তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা ও আ’লীগ কর্মী।
রোববার (০২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার জয়বাংলা বাজারে বিভিন্ন দোকানে ও বাজারে আসা লোকজনের মাঝে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই বাজার থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশ। আটক করার পর তার কাছ থেকে পাওয়া বেশ কিছু লিফলেট জব্দ করা হয়েছে। বর্তমানে তিনি সদরপুর থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. মোতালেব হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আসামীর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।