
ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুল অ্যান্ড কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান প্রমূখ।