
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিগত ১৫ বছর শেখ হাসিনার চোখে চোখ রেখে লড়াই করেছি। শেখ হাসিনাকে কখনো ভয় পাইনি। মনে করবেন না, বিপদ কেটে গেছে। সামনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের চাঁদহাট বাজারে কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। এজন্য প্রতিটি ইউনিয়নে আমরা ক্রয় কেন্দ্র গড়ে তুলবো। আমরা শষ্য বীমার ব্যবস্থা করবো যাতে অতিবৃষ্টি বা বন্যা-খড়ার কারণে ফসল নষ্ট হলে কৃষক যাতে ক্ষতিপূরণ পায়।
সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি, অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষকদলের সাধারণ স