
ফরিদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পরিষদ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদের কার্যালয় সামনে থেকে জিরো ওয়েস্ট ব্রিগেড নামে একটি প্রকল্পের সহযোগিতায় এ পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।
শহরের প্রধান সড়কের পাশাপাশি জেনারেল হাসপাতালেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা। এতে পরিবেশ উন্নয়ন ফোরামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন অংশ নেয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার প্রমুখ।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন বলেন, আমাদের ক্যাম্পাস, শহরের প্রধান সড়ক ও জেনারেল হাসপাতাল এলাকায় পরিচচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা সকলেই নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ নিজ এলাকায় পরিচ্ছন্ন রাখতে পারলেই একটি সুস্থ জীবন পাওয়া সম্ভব।