
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে মরিয়ম (৩) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরিয়ম উপজেলার রশিবপুরা গ্রামের আল আমিনের মেয়ে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে শিশুটির নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের ডুবে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিশুটি তার মায়ের সাথে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার শিশুটির মা শিশুকে রেখে বাড়ির পাশে ঘুরতে যায়। এ সময় শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে শিশুটির মা বাড়িতে এসে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে এদিন সন্ধ্যায় শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মালিগ্রামে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয় পরিবারটি। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।