
ফরিদপুরের লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের ফরিদপুর শহরের ঝিলটুলি বাসভবনের টিনের চাল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি ও ওয়ারড্রব ভেঙে ঘরের গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র তসনস করা হয়।
মফিজ ইমাম মিলন জানান, বেলা ১১টার দিকে বাড়ির বাইরে তালা মেরে বের হয়ে যায় পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা ঘরের চাল খুলে ঘরে ঢুকে দুটি আলমারি ও ওয়ারড্রবে তছনছ করে। আলমারিতে থাকা ৩২ হাজার ৮০০ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চোররা পালানোর সময় প্রতিবেশিরা চিৎকার করায় চুরি করা স্বর্ণালংকার ভরা পাত্রটি ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনার সংবাদ পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। এ সময় তারা চিৎকার দিলে মূল্যবান গহনাগুলো ফেলে পালায় চোররা। নগদ টাকা ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা চলছে। এই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।