ফরিদপুরে ‘দ্যা ডার্ক ক্রিস্টাল’ নাটক মঞ্চস্থ

Faridpur Protidin
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ । ২:৩৬ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগ দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে শহরের  কবি জসীমউদ্দীন হলে ‌ জেলা শিল্পকলা একাডেমী ফরিদপুর এর প্রযোজনায় ‘দ্যা ডার্ক ক্রিস্টাল’ মঞ্চস্থ করা হয়।
এর আগে ‌ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাইফুল হাসান মিলনের  সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফরিদপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম, মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ  রিজভী জামান , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের নাট্যনির্দেশক  ইরা আহাম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন -নাটক হচ্ছে সভ্যতার প্রাণ, যা সময়কে ধারণ করে সংস্কৃতিকে ধারণ করে।
সংস্কৃতির বিভিন্ন অঙ্গে নাটকের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্ম নাটকের মাধ্যমে সমাজের যত জঞ্জাল, অনাচার, অবিচার এবং ভালো কাজ গুলো তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন। তারা  অভিনয়ের মাধ্যমে  নাটককে বাস্তবে রূপ দেন এটাই তাদের সার্থকতা। বক্তারা  আগামী দিনে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবেন বলে আশা প্রকাশ করেন।
এরপর এ নাটকে যার অভিনয় করেন তারা হচ্ছেন- সাগর চন্দ্র দাস, মেহেদী হাসান মিঠু, তন্ময় সরকার অঞ্চল, শাহ জাহাঙ্গীর, চামেলী আক্তার, আনিসুর রহমান, চয়ন সাহা, সাদেকুন নাহার হৃদি, দীপ্তি রানী সরকার, জনি শেখ, সুপর্ণা মহন্ত, সুমাইয়া আক্তার, মন্দিরা সাহা, ফাহিম হাসান নিরব প্রমূখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন