ফরিদপুরে এলপি গ্যাসের দোকানে অভিযান, সিলগালা

Faridpur Protidin
এন,কে,বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৪১ পিএম
ফরিদপুর শহরে দুটি এলপি গ্যাসের দোকানে বিএসটিআইয়ের সহযোগিতায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানে জরিমানা ও আরেকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হারুন অর রশিদ জানান, পৌরসভার মাঝিপাড়া এলাকায় জাকির স্টোরে অভিযান চালিয়ে গ্যাস বিক্রি করার কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারায় এবং জনবহুল বসতি এলাকায় অনুমতি বিহীন গোডাউনে গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ করার অপরাধে স্বত্বাধিকারী জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, হারুকান্দি এলাকায় এ কে ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালালে মালিকপক্ষ কোন ধরনের কাগজপত্র প্রদর্শন না করায় গোডাউন সিলগালা করা হয়।
এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর পরিদর্শক খালিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন