
‘সিঙ্গেল আসছে,ক্যাম্পাস কাঁপছে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে ‘সিঙ্গেল সোসাইটি’ নামের একটি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রবাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এ সময় সিঙ্গেল সোসাইটির সভাপতি তাজবিউল ইসলাম মিনারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘যারা ডাবল হওয়ার চেষ্টায় আছেন তাদের পদত্যাগের জন্য বলা হল। প্রেমের নামে অশ্লীলতা বন্ধ করতে হবে।’
‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’ ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেলদের ঘাঁটি, ‘প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না’, ‘চাই চাই আমরা চাই প্রেমের সুষম বণ্টন চাই’, ‘একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’ এ রকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।
প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নয়ন খান জয় বলেন, আজকাল তেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখা যায় না। অনেক সম্পর্কগুলো তাই খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মতো ঘটনা। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।
সিঙ্গল কমিটির সাধারণ সম্পাদক রিয়ান হোসাইন রাজু বলেন, ‘বিয়ের আগে অবৈধ প্রেম পরিহার করে বৈধ প্রেমে আসার অনুরোধ করছি।’
এ বিষয়ে সংগঠনের সভাপতি তাজবিউল ইসলাম মিনার বলেন, ‘প্রেম যেন সার্বজনীন হয়। আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ লোকসানের হিসেব নিকাশের ভিত্তিতে হয়ে থাকে। বিয়ের আগে তথাকথিত প্রেম বিসর্জন দিয়ে সার্বজনীন প্রেমে আসার আহবান জানান।’
এসময় উপস্থিত ছিলেন- তোফাইজুর রহমান, সজীব, মো: মাইম হোসেন, রাশেদুজ্জামান রাশেদ, আশিকুর রহমান আশিক,আনাদিম মোস্তাক, রবিন, সাগর আহমেদ, সাকিব খান, তন্ময় ফেরদৌস, রবি, আনিসুর রহমান, লাতিফুল খাবির প্রমূখ।