
গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন ঢাবির দুই শিক্ষার্থী। গতকাল থেকে তারা অনশনে আছেন বলে জানা গেছে। অনশনরত দুই শিক্ষার্থী হলেন, তড়িৎ প্রকৌশল বিভাগের ১৫-১৬ সেশনের ওমর ফারুক ও দর্শন বিভাগের ২২-২৩ সেশনের আবু সাইদ।
অনশনরত ওমর ফারুক জানান, গণহত্যার দায়ে অভিযুক্ত এই দলটা ৭ মাসেও নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ করতে জটিলতা থাকলে তাদের বিচার করা হোক। বিচারটাও তো হচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে? কারো সনদ বা ভর্তি কি বাতিল হয়েছে? আমরা বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। অনশনরত আবু সাইদ বলেন, সিরিয়ার বাথ পার্টিকে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যা কোথায়?
যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, আমরা অনশন চালিয়ে যাব।