
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের সামনে থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
হাজার হাজার মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন সহকারে মিছিলে যোগ দেন। প্রায় এক কিলোমিটারব্যাপী লম্বা এই মিছিল শহরের প্রধান সড়ক অতিক্রম করে শহরের কোর্ট চত্বরে পৌঁছে শেষ হয়।
এর আগে পুরাতন বাসস্ট্যান্ডে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য সামসুল ইসলাম আল বরাটি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা জামায়াতের নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবু হারিস মোল্যা, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর জসীমউদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম আবুল বাশার, পৌর জামায়াতের আমীর ডা. এহসানুল মাহবুব রুবেল, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ ও শহর শাখার সভাপতি আকমাল হোসাইন।
সমাবেশ সঞ্চালনা করেন- জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব।
সমাবেশে বক্তাগণ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সাজানো মামলায় ক্যাঙ্গারু আদালতে আজহারুল ইসলামকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। জামায়াতে ইসলামীকে ধ্বংস করার পরিকল্পনা থেকেই শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে একের পর এক ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। সেই ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর তার এই ট্রাইব্যুনালও অবৈধ হয়ে গেছে।
তারা বলেন, অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে আজহারুল ইসলামকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে অমানষিক নির্যাতন চালানো হয়। তার বিরুদ্ধে যেই মামলা দায়ের করা হয়, তার কোন ভিত্তি নেই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই পাতানো ট্রাইব্যুনালের ফরমায়েশি সাজায় কারাগারে অন্তরীণ মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই।
তারা বলেন, আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে জামায়াতের নেতাদের বিচারের নামে হত্যা করেছে। মিথ্যা অভিযোগ আজহারুল ইসলামকে এখনো বন্দি করে রেখেছে। তাকে ফাঁসির সেলের পাশে একটি কক্ষে অমানবিকভাবে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নইলে জনগণের বিক্ষোভের মুখে এই সরকারকেও পালাতে হবে।