
বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল তার নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের সুখ দুঃখের একজন সাথী হয়ে থাকতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে বেঁচে থাকতে চাই।’
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ফরিদপুরের সদরপুরের চর বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাবুল বলেন, ‘আমি যদি ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন আসন থেকে নির্বাচিত হই একটা টাকাও ব্যবসা করার চিন্তা নেই। আমি মানুষের সেবা করতে চাই।’
কৃষক দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার সাথে যারা রাজনীতি করতে এসেছেন তারা এখন নিরাপদ। যারা আসেননি তারাও নিরাপদ। আমি অন্যায়ভাবে কাউকে নির্যাতন করতে দিবোনা। রাজনীতিতে দুর্বৃত্তায়ন হতে দেওয়া যাবেনা। আমার এই আসন থেকে কোন প্রকার লুটপাট হতে দিবোনা।
এসময় মহিলা দল নেত্রী চৌধুরী নায়াবা ইউসুফ, কৃষক দল নেতা খন্দকার নাসির প্রমূখ উপস্থিত ছিলেন।