
ফরিদপুরের সদরপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে হাওয়া বেগম (৪৮) নামে এক গৃহবধূ প্রাণ দিয়েছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দক্ষিণ শৌলডুবী গ্রামে এঘটনা ঘটে৷ নিহত ওই গৃহবধূ দক্ষিণ শৌলডুবী গ্রামের তুরাব আলী বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতের খাবার খেয়ে তুরাব বিশ্বাস তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী ময়নার বাজার চায়ের দোকানে যায়। আনুমানিক রাত ১০টার দিকে বাড়িতে এসে তার স্ত্রীকে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে জানলার ফাঁকা দিয়ে দেখতে পায় তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়েছেন। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহটি নামায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, নিহত হাওয়া বেগম দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। কাউকে কিছু না বলেই মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে চলে যেতেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।