
ফরিদপুরে দেশীয় গ্রামীণ সংস্কৃতির ব্যতিক্রমধর্মী বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজ, আলহাজ্ব আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ও খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলার উদ্বোধন করেন ফরিদপুরের শিক্ষানুরাগী প্রফেসর এম এ সামাদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর
আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিএনপি নেতা আব্দুল লতিফ, আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মুহাম্মদ সেলিম হোসেন সহ বিশিষ্টজনেরা।
বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় দেশ থেকে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা নিয়ে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উক্ত কলেজ ও স্কুলের ছাত্র-ছাত্রীর অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।