
ফরিদপুরের ভাঙ্গায় স্বামী-স্ত্রী মোবাইলে ঝগড়ার জের ধরে স্বামীর বাড়ি থেকে স্ত্রী হাজেরা বেগমের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০১ মে) সকালে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তর জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কাসেম মুন্সীর মেয়ে। স্বামী নুরুল আলম মুন্সি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছে।
স্থানীয়রা জানায়, বামনকান্দা গ্রামের নুর আলম মুন্সির সাথে গঙ্গাধরদী গ্রামের হাজেরা বেগমের সাথে প্রায় ১০ বছর আগে বিবাহ হয়। প্রথমদিকে তাদের সংসার ভালোভাবে কাটলেও পরে পারিবারিক ভাবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসে। শুক্রবার রাতে স্বামী স্ত্রী তারা ২জন মোবাইলে ঝগড়া করে। এরপর হাজারে বেগম তার দুই সন্তান নাজমুল ও রহিমাকে নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ছেলে নামজুল ঘুম থেকে উঠে তার মা আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোক এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, শনিবার সকালে সংবাদ পেয়ে বামনকান্দা গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতনের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।