
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট’র ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৩ মার্চ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত কেন্দ্রিয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
অজয় কুমার করকে আহ্বায়ক ও অরুপ চক্রবর্তীকে সদস্য সচিব করে ৮০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহবায়ক পদে রয়েছেন ১৬ জন এবং সদস্য পদে রয়েছে ৭৮ জন।
কমিটিতে যুগ্ম-আহবায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট আশুতোষ টিকাদার, বাবলু রায়, সঞ্জয় কুমার সাহা, অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, বরুণ সরকার, নিতাই রায়, সাগর মন্ডল, সমর ভৌমিক, পবিত্র মজুমদার, শুকলাল ঘোষ, অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, অ্যাডভোকেট রিপন সরকার, অ্যাডভোকেট অর্চনা দাস, লিটন সাহা, তপন সিকদার ও দীপক কুমার মহিন্তা।
সদস্য পদে রয়েছেন স্বপন কুমার দে,সুব্রত মালো, বাসুদেব কুমার ঘোষ, অচিন্ত রায় চৌধুরী, সঞ্জয় কুমার কর, গোসাই দাস মালো, রনোদা প্রসাদ, সমীর কুমার সাহা, সুকুমার সাহা, সঞ্জিত কুমার দাস (সালথা), সঞ্জিত কুমার দাস (তালমা), বাবলু কুমার দাস, নয়ন বিশ্বাসসহ ৭৮জন।