সালথায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দেননি জামায়াতের কোন নেতা

Faridpur Protidin
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ৯:৫৪ পিএম
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে দেশের অন্যান্য জায়গার মত ফরিদপুরের সালথায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
নারী দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ  যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আজিজুর রহমান। যদিও জামায়াতের ওই দুই নেতাকে চিঠি  দেওয়া হয়েছিল এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।
উল্লেখ্য, নারী দিবস উপলক্ষে সালথায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাওয়াত দেওয়া হয়। এ সময় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আজিজুর রহমানকে চিঠির মাধ্যমে দাওয়াত দেয়া হয়। কিন্তু চিঠিগুলো খামছাড়া দেওয়ায় গত বৃহস্পতিবার সাড়ে তিনটায় সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলিকে ফোন করে উপজেলা জামায়াতে ইসলামীর সমর্থক ওয়ালি উজ জামান হুমকি-ধমকি দেওয়াসহ গালিগাজ করে বলেন, “আপনার চিঠি নিয়া আসা সম্ভব না হইলে সালথা ছাড়েন” মর্মে হুমকি দেওয়া হয়। খাম ছাড়া চিঠি দেওয়া নিয়ে জামায়াতের সমর্থক ওয়ালি উজ জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরাকে হুমকি ধমকি দেওয়ার বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে।
এ প্রেক্ষাপটে আজ শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এতে বিএনপির প্রতিনিধি উপস্থিত হলেও জামায়াতের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, সালথায় আন্তর্জাতিক নারী দিবস পালনের অনুষ্ঠানে দাওয়াত আমরা পেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি এবং আমার দলের সেক্রেটারি ওই প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ মার্চ) “সরকারি কর্তাকে জামায়াত কর্মীর হুমকি: সংশোধন হন, না হলে সালথা ছাড়েন” শিরোনামে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে আসে।
সভায় সভাপতিত্ব করেন, উপজেরা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নের্তৃবৃন্দদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনেকের উপস্থিতেতে উৎসবমুখর পরিবেশর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন