সদরপুরে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Faridpur Protidin
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ । ২:১৩ পিএম
ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) ভোর রাতে উপজেলার শৌলডুবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাদের ফরিদপুরের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন- গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার টেংরাখোলা গ্রামের সোহাগ সরদারের ছেলে রিজু সরদার (২৫), মৃত মোক্তার সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৪২) ও ফরিদপুরের সালথা উপজেলার চান্দখোলা গ্রামের স্বাধীন মোল্যার ছেলে রবিউল মোল্যা (৩৯)।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মোতালেব বলেন, গ্রেপ্তারকৃতরা চুরির সঙ্গে জড়িত। এরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন