
ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির স্থাগিতাদের প্রত্যাহার করে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ পত্রাদেশ দেওয়া হয়। গত প্রায় ৩মাস পূর্বে এ কমিটি স্থাগিত করা হয়েছিল।
স্থাগিতাদেশ প্রত্যাহার খবর ছড়িয়ে পড়লে সদরপুর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ শুরু হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ সোস্যাল মিডিয়ায়ও এ আদেশের চিঠি ছড়িয়ে যায়।
সদরপুর উপজেলা কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান বদু আহব্বায়ক ও সাবেক ছাত্রদলের ভিপি তরিকুল ইসলাম কবির মোল্যাকে সদস্য সচিব রয়েছে।
এ ব্যাপারে কাজী বদরুতজামান বদু বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপি করে আসছি। জীবনের উপর দিয়ে ঝড়ঝাপ্টা কম যায়নি। কিন্তু দলের দুঃসময়ে কাজ করেছি। আগামীতেও কাজের ধারা অব্যাহত থাকবে। স্থাগিত প্রসঙ্গে বলেন, দলের স্বিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে করে আমাদের জাতীয়তাবাদের শক্তি আরও উজ্জীবিত হবে।
সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা বলেন, অন্যায়, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি দলের দুঃসময়ে। অপরাধ ছিল শুধু বিএনপি করি বলে। আজ দল থেকে মূল্যায়িত হচ্ছি। আগামীতে দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবো। তিনি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন।