
ফরিদপুরের বোয়ালমারীতে দেলোয়ার হোসেন দুলু (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাকান্ডের বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় নিহতের স্ত্রী খাদিজা বেগম (৩৫), মেয়ে মারিয়া (১০) ও ছেলে মোহাম্মদ আলী মোল্যাসহ (৮) কয়েকশ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার বোয়ালমারী পৌরসদরের ওয়াপদা মোড়ে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। সড়ক অবরোধ করার সময় এলাকাবাসী সড়ক জুড়ে বসে পড়ে। পরে বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসানের উপস্থিতিতে হত্যাকান্ডের সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় তারা।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন ও বিক্ষোভে এলাকার কয়েকশ নারী-পুরুষকে অংশ নিতে দেখা যায়। চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন দুলু মোল্যা মারা যাওয়ায় আগের মামলাটি হত্যা মামলায় রুপান্তর ও আরো দুই আসামীকে এজাহারে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান অবরোধকারীরা।
মানবন্ধনে নিহতের দুই শিশু সন্তান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১০) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী মোল্যা, স্ত্রী খাদিজা বেগম, বড় বোন সাহিদা বেগম, রোকেয়া বেগম, ভাগ্নী রহিমা খানম, ভাই খোকন মোল্যা, রোকন মোল্যা, আমীর হোসেন মোল্যা, আব্দুর রাজ্জাক মোল্যা, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুর রহমান, বাদশা মৃধা প্রমুখ বক্তব্য রাখেন ।
থানা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ২১ মার্চ প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে মারাত্মক আহত হন বোয়ালমারী পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বকামারগ্রামের বাসিন্দা মৃত নুরুল হক মোল্যার ছেলে স্যানেটারী ব্যবসায়ী দুলু মোল্যা। মারাত্বক আহত অবস্থায় নিহতের স্বজনরা স্থানীয় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান দুলু মোল্যার অবস্থা আরো খারাপ হলে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত ২৭ মার্চ দুলু মোল্যার সেজো ভাই আ. মান্নান মোল্যা বাদি হয়ে বোয়ালমারী থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়। আহত ব্যক্তি মারা যাওয়ার পর হত্যা চেষ্টা মামলাটি ধারা যোগ হয়ে হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক জমিজমা নিয়ে প্রতিবেশী চাচাতো ভাই মো. কাশেম মোল্যা, সিদ্দিক মোল্যাদের সঙ্গে নিহত দেলোয়ার হোসেন দুলু মোল্যার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২১ মার্চ ঘটনার দিন সকালে বিরোধ সৃষ্ট জমি থেকে দুলু মোল্যার ছোট ভাই মোহাম্মদ আমির হোসেন মোল্যা মাটি কাটতে গেলে বিবাদী কাশেম মোল্যা, সিদ্দিক মোল্যা, লুৎফার মোল্যা, নজরুল মোল্যা, তাহিদ মোল্যাসহ বেশ কয়েকজন বাঁধা প্রদান করেন। এ নিয়ে বাক-বিত-ার এক পর্যায়ে আসামিরা নিহতের ভাই আমির হোসেনকে মারধর শুরু করলে তাকে উদ্ধারে এগিয়ে আসেন নিহত দুলু মোল্যা। এ সময় কাশেম মোল্যার ঘরে ভাড়াটিয়া টাইলস ব্যবসায়ী বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন দুলু মোল্যার জামা ধরে আটকিয়ে রাখে। এ সময় অভিযুক্তরা দুলু মোল্যাকে ধারালো অস্ত্র (ছুড়া) দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে। পরিবারের সদস্যরা মারাত্মক আহত দুলু মোল্যাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঘটনার ১৬দিন পর গত ৬ এপ্রিল মারা যান তিনি।
মানববন্ধনে নিহত দেলোয়ার হোসেনের শিশু কন্যা মারিয়া (১০) কাঁদতে কাঁদতে জানায়, ‘আমার বাবাকে ফিরিয়ে দিন, বাবাকে কয়েকদিন কেন দেখছি না’। ‘তা না হলে বাবার খুনিদের ফাসি দিন, আমরা দুই ভাই-বোন বাবাকে আর কোনদিন দেখবো না’।
নিহত দুলু মোল্যার বড় ভাই মামলার বাদী আব্দুল মান্নান মোল্যা বলেন, পরিকল্পিত ও নৃশংস ভাবে আমার ভাইকে খুন করা হয়েছে। আমরা থানায় বারবার হত্যায় জড়িত আরো দুটি নাম এজাহারে অন্তর্ভুক্ত করার জন্য লিখিত দিলেও অজ্ঞাত কারনে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এমনকি মামলায় ১ নম্বর আসামি কাশেম মোল্যা ও ৬ নম্বর আসামী ফজলু তালুকদার গ্রেপ্তার হলেও বর্তমানে তারা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
সড়ক অবরোধের খবর পেয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে নিহতের পরিবার ও এলাকাবাসীকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ^াস্ত করেন। এ সময় ওসি বলেন, হত্যা চেষ্টা মামলাটি ধারা যোগ হয়ে হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে। নতুন করে এজাহার নেওয়ার কোনো সুযোগ নেই। তদন্তের সময় নতুন কোন আসামীর সম্পৃক্ততা পাওয়া গেলে তিনি স্বাভাবিক নিয়মেই চার্জশিটে অন্তর্ভুক্ত হবেন। মামলার সব আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।