সালথায় বন্দুক ও তাজা কার্তুজ উদ্ধার

Faridpur Protidin
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ । ১০:১৭ এএম
ফরিদপুরের সালথায় একটি দেশীয় এল.জি (বন্দুক) ও  শর্টগানের দুইটি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের  আড়ুয়াকান্দি গ্রামের একটি কলার বাগান থেকে দেশীয় তৈরী এল.জি বন্দুক ও  দুই রাউন্ড তাজা কার্তুজ  উদ্ধার করে।
ফরিদপুর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের সালথার আড়ুয়াকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী এল.জি (বন্দুক) এবং শর্টগানের দুই রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন