
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে। মাহিন একই গ্রামের মুসা শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো ইঞ্জিন চালিত ইট-বালু টানার ‘খেক্কর গাড়ি’ গাড়ি নিয়ে আজ সকালে বের হন। দুপুরে তিনি খাবার খেতে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে গাড়ির শব্দ শুনে মাহিন দৌঁড়ে বাবার কাছে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, “মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হন। এসময় তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশু মুসার গাড়িতে চড়ে রাস্তায় এসে নেমে যেত। দুপুরে মুসা যখন বাড়িতে ফিরতেন সে সময় তিনি ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতেন। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌঁড়ে ছুটে যেত বাবার কাছে। আজও মাহিন গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেল।”
আলফাডাঙ্গা থানার ওসি হারুনর রশিদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সন্ধ্যায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে।”