ফরিদপুরে স্কুল ছাত্রের উপর নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন

Faridpur Protidin
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫ । ৪:২২ পিএম
ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে ও নদীতে চুবিয়ে নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোহসিন খান জানায়, গত ৮ মে স্কুলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে প্রথমে ধরে মারপিট করে পাশের নদীতে চুবায়। সেখান থেকে স্কুলে যাওয়ার পরে আবার তাকে জোর করে স্কুল থেকে ধরে নিয়ে মুখে গামছা বেধে টানা হেচড়া করে এলোপাথাড়ীভাবে চড়থাপ্পড় কিলঘুষি মারে ও লাঠি দিয়ে পেটায়।
এসময় হামলাকারীরা তাদের বিরুদ্ধে তার   বাবার দায়েরকৃত মামলা তুলে নিতে বলে মামলা তুলে না নিলে তাকে খুন করার হুমকি দেয়া হয় বলে মোহসিন অভিযোগ করেন।
মোহসিনের বাবা দেলোয়ার খান (৩৬) জানান, স্থানীয় এক যুবকের পরকিয়া সম্পর্কে বাধা দেওয়ায় গত বছরের ১২ জুন ইউপি মেম্বার মনিরুজ্জামান আবেদের নেতৃত্বে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালায়। হামলাকারীরা চোর আখ্যা দিয়ে দেলোয়ার খানের কোমর থেকে পা পর্যন্ত পিটিয়ে থেতলে দেয়। তিনমাস ঢাকা ও ফরিদপুরের ট্রমা সেন্টারে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন।
মোহসিনের মা মিরা আক্তার (৩০) বলেন, তার স্বামীর উপর হামলার ঘটনায় তিনি বাদি হয়ে কোতোয়ালি থানায় ৯ জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। ওই মামলা তুলে নেওয়ার জন্য তার ছেলের উপরে এই নির্যাতন চালানো হয়।
এ ঘটনায় চিলারকান্দি গ্রামের রবিন শেখ (২০), শাহিন মল্লিক (২৫), উজ্জল শেখ (২৫), হাসিব মল্লিক (৪৯), হানিফ শেখের (৪৫)  বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। কোতোয়ালি থানার এএসআই রেজাউলের নেতৃত্বে পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, থানায় অভিযোগ দিলেও এখনো পর্যন্ত কোন মামলা হয়নি থানায়। অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং থানা পুলিশ করলে আবারো মারপিট করবে বলে হুমকি দেয়া হচ্ছে।
এব্যাপারে জানতে চাইলে এএসআই রেজাউল বলেন, ঘটনার তদন্তে ওই শিশুকে মারধরের সত্যতা পাওয়া গেছে। এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন