ফরিদপুরে ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার

Faridpur Protidin
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ । ১০:৩০ এএম

ফরিদপুরে দেড় লাখ টাকায় অন্যের কাছে বিক্রি করে দেওয়া ১৪ মাসের কন্যাশিশু তানহা আক্তারকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফরিদপুর র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

 

শিশু তানহাকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তার মা পপি বেগম তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।

 

র‌্যাব কর্মকর্তা জানান, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পপি বেগমের সঙ্গে তালাক হলে তার সাবেক স্বামী মো. কাইয়ুম বিশ্বাস তাদের শিশুকন্যা তানহাকে জোর করে রেখে দেন। পরে পপি মেয়েকে আনতে গেলে সাবেক স্বামী এতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় পপি গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এতে সন্তানকে বিক্রি করে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। পরে আদালত শিশুটিকে উদ্ধারের জন্য ২৮ এপ্রিল নগরকান্দা থানা পুলিশকে নির্দেশ দেন।

 

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানান, র‌্যাবের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, তিন বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপির সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে পাঁচ মাস আগে তাদের তালাক হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন