ফরিদপুরে কয়লা কারখানায় যৌথ বাহিনীর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

Faridpur Protidin
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫ । ১২:০১ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ কয়লার কারখানায় সেনা ক্যাম্প, থানা পুলিশ ও জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার তত্ত্বাবধানে দায়িত্বে থাকা যুবলীগ নেতা মির্জা আব্বাস মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল দেউলি এলাকায় মৃধা ট্রেডার্স নামে একটি কয়লার কারখানা নির্মাণ করে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল কারখানাটি। ওই কারখানার দায়িত্বে ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা মির্জা আব্বাস মিলন। যৌথ বাহিনীর অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী, জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. জাহিদ হাসান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার দায়িত্বে থাকা মির্জা আব্বাস মিলনকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে আগামী ৭ দিনের মধ্যে কারখানাটি অপসারণ করার নির্দেশ দেন। অপসারণ না করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, কয়লা কারখানার তত্ত্বাবধায়কে থাকা মির্জা আব্বাস মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানাটি আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন