
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসুচীর মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শশা মঈনুল ইসলাম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে।
সোমবার (০৯ জুন) সকাল ১১ টায় শশা মঈনুল ইসলাম মাদ্রাসার সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী ড. হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী মুফতি আবু সাঈদ শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চর কমলাপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা হেলালউদ্দীন, সরকারী নগরকান্দা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহিদুল ইসলাম , সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের মিয়া, মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা কারামত আলী, শাকপালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা লিয়াকত আলী, নগরকান্দা কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা ইউসুফ, শিবচর জামেয়াতুস সুন্নার মোহাদ্দিস মুফতি সাঈফ মাহমুদ, মাওলানা সগির আহমেদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।
এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম, মুকসুদপুর সরকারি কলেজের প্রভাষক এইচ এম সোলায়মান, কাজী মকিদুর রহমান, মুফতি হাসিবুর রহমান, হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।
যোহুরের নামাজের পর প্রীতিভোজ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।