
ফরিদপুরের ভাঙ্গায় মায়ের সাথে খালা বাড়ীতে বেড়াতে এসে খালে ডুবে লাবিব শেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মৃত লোকমান শেখের ছেলে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে খালে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে লাবিব তার মায়ের সাথে খালু হাসমত শেখের বাড়ি চৌকিঘাটা গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে খালে একা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরে শিশুটিকে অর্ধ- ভাসমান অবস্থায় দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।