ফরিদপুরে দোয়া মোনাজাত ও ফিতাকাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো মোল্লার খিচুড়ি।
রবিবার (২২ জুন) দুপুর ২ টার দিকে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ও জেলা স্কুলের পাশে অবস্থিত এই মোল্লার খিচুড়ির দোকানে ফিতা কেটে উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
এসময় আইনজীবি এ্যাভোকেট বশির আহমেদ, মোল্লার খিচুড়ির স্বত্বাধিকারী মোহাম্মদ সোহানুর রহমান সোহানের পিতা ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ নুরু মোল্লা, মোল্লার খিচুড়ি আরেক স্বত্বাধিকার মো. রুহুল আমিন, ব্যবসায়ী আব্দুল আল মামুন, সাংবাদিক জাকিব আহমেদ জ্যাক, মো. খালিদ হাসান জনি, রিয়ানুল ইসলাম রুবেল, সেলিম শেখ, মোহাম্মদ রোহান সহ এক ঝাঁক খিচুড়ি প্রেমিরা উপস্থিত ছিলেন।
মোল্লার খিচুড়ির স্বত্বাধিকারী সোহান জানান , ‘ফরিদপুরের খিচুড়ি লাভারসদের জন্য এটি একটি সুখবর, এখন আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাওয়া ঘাটে মোল্লার খিচুড়ি খেতে যেতে হবেনা। আমরা সেই মোল্লার খিচুড়ি স্বল্প দামে একই স্বাদে ও একই গুণগত মানে এখন থেকে পরিবেশন করব।’

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ৯:৪১ এএম