
ফরিদপুরের কানাইপুরে শাহী ফুড প্রেডাক্টস নামে একটি শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
শনিবার (২৮ জুন) সদর উপজেলার কানাইপুর বাজার সংলগ্ন শাহী ফুড প্রোডাক্টসে দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অনুমোদনহীন শিশু খাদ্য চিপস, জেলি, লিচু, জুস সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাওয়া যায়। এছাড়াও নামী দামী কোম্পানীর মোড়কে নকল খাদ্য সামগ্রীও উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানকালে অনুমোদনহীন শিশু খাদ্য চিপস, জেলি, লিচু, জুস সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।