সুদানে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ১১

Faridpur Protidin
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ১১:১৬ এএম

সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি সোনার খনির আংশিক ধসে প্রাণ হারিয়েছেন ১১ জন খনি শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি’ (এসএমআরসি)।

ঘটনাটি ঘটেছে লোহিত সাগর রাজ্যের আতবারা ও হাইয়ার শহরের মধ্যবর্তী হাওয়েদের মরুভূমি অঞ্চলে অবস্থিত কির্শ আল-ফিল খনিতে। খনিটি সশস্ত্র বাহিনী (এসএএফ)-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। খনির একটি কারিগরি খাদে ধস নামায় এই প্রাণহানি ঘটে।

আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এসএমআরসি। এর আগে কোম্পানিটি সতর্ক করেছিল যে, খনিটির কার্যক্রম জীবনের জন্য ‘বড় ঝুঁকি’ তৈরি করতে পারে। সে কারণেই এক পর্যায়ে খনির কার্যক্রম স্থগিতও করা হয়েছিল।

সূত্র:আল জাজিরা

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন