নগরকান্দা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

শওকত আলী শরীফ, নগরকান্দা:
প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ৩:৩৩ পিএম
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে  ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার ( ৩০ জুন) সকাল ১০ টায় নগরকান্দা  উপজেলা পরিষদ সভা কক্ষে সচ্ছতার মাধ্যমে ডিলারশিপ প্রত্যাশীদের উপস্থিতিতে  লটারির মাধ্যমে  উপজেলার ৯ টি ইউনিয়নের ২০টি বিক্রয় কেন্দ্রের জন্য ২০ জন ডিলার চূড়ান্ত করা হয় ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের  সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে  ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।  এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সরকারী এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানউদ্দীন মোল্লা,  ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য গুদাম আশিকুর রহমান প্রমুখ ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন  বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীদের মধ্যে  উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।  আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল  সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দিবেন”।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আফজল হোসেন বলেন- নির্বাচিত এই ডিলাররা শিগগিরই তাঁদের নিজ নিজ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন