ফরিদপুরে পাসপোর্ট, ইয়াবা, মোবাইলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাজী আমিনুল ইসলাম, বোয়ালমারী:
প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ । ৮:১৩ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ পিস ইয়াবা, ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোনসহ মোশাররফ মোল্লা মুসা (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (০১ জুলাই) ভোর ৫ টার দিকে উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোশাররফ মোল্লা মুসা চন্দনী গ্রামের আবু সাইদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল, বোয়ালমারী থানা পুলিশের সহাতায় অভিযান চালিয়ে মোশাররফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার শোয়ার ঘর থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই শিমুল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১। মুসা এলাকার চিহ্নিত মাদক কারবারি এ বিষয়ে সে স্বীকার উক্তি দিয়েছে। এর আগেও সে মাদক কারবারে অভিযুক্ত হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবারই ফরিদপুর আদালতে চালান করা হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন