ফরিদপুরে ভাঙ্গনের আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ

Faridpur Protidin
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ । ২:৪১ পিএম

ফরিদপুরে বর্ষা মৌসুমে পদ্মার নদীর পানি বৃদ্ধিতে ভাঙ্গন আতংকে রয়েছে মানুষ। জেলার সদরপুর উপজেলার চারটি ইউনিয়ন ভাঙ্গনের কবলে পড়েছে। প্রতি বছর নদীর তীরে ফসলি জমি, বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন অসংখ্য পরিবার। নদী তীরবর্তী গ্রামগুলোর মানুষ এখন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নদী শাসনের টেকসই ব্যবস্থা, প্রয়োজন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া, আকোটের চর, চর নাসিরপুর ও চরমানাইর ইউনিয়নের কয়েকশ পরিবার পদ্মার ভাঙন ঝুঁকিতে রয়েছে।

প্রতি বছরই পদ্মার ভাঙনে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমিসহ স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাট-বাজার- এমনকি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া, ঝুঁকিতে রয়েছে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দীন সরদারকান্দি, আব্দুল হামিদ জঙ্গিরকান্দি, আলেফ সরদারকান্দি ও জব্বার শিকদারকান্দিসহ বেশ কিছু গ্রাম।

আতঙ্কে থাকা প্রায় ১’শ ১০টি পরিবারের দাবি ভাঙ্গন ঠেকাতে টেকসই নদীশাসনের ব্যবস্থা করা হোক।

নদীভাঙনে এখানকার মানুষের জীবনমান উন্নত হচ্ছে না। নদী শাসনের টেকসই ব্যবস্থা, প্রয়োজন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পদ্মার পানি বাড়ার সাথে সাথেই ভাঙনের ঝুঁকি বাড়ছে, দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।

ভাঙ্গনরোধে আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন