ফরিদপুরে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রী তিনদিন ধরে নিখোঁজ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫ । ৩:৪৭ পিএম

ফরিদপুরে দুবাই প্রবাসী রাকিবুল হাসান নামের এক যুবকের দুই সন্তানসহ স্ত্রী নিখোঁজ রয়েছে। গত তিন ধরে ধরে নিখোঁজ থাকলেও কোথাও তাদের খোঁজ মিলছেনা বলে শনিবার (০৫ জুলাই) দুপুরে জানিয়েছেন ওই প্রবাসীর বড় ভাই মো. রফিকুল ইসলাম। এ ঘটনায় গত ২ জুলাই ফরিদপুরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামের মৃত. আ. গফুর মন্ডলের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন যাবৎ দুবাই রাষ্ট্রে কর্মরত আছেন। সে বিদেশে থাকায় তার স্ত্রী মাকসুদা বন্যা (৩২) ও তার পুত্র সন্তান মাহি (০৯) এবং কন্যা সন্তান তাহিয়াকে (০৭) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছে স্ত্রী। এমতাবস্থায় গত ২ জুলাই সকালে স্ত্রী সন্তানদের নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বাহির হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

ওই প্রবাসীর বড় মো. রফিকুল ইসলাম বলেন, আমরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাইনি। যাওয়ার সময় দুই লাখ টাকা, তিন-চার ভরি স্বর্ণ ও কিছু জিনিসপত্র সাথে নিয়ে গিয়েছে। আমরা খুব উদ্বিগ্ন রয়েছি।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন