
ফরিদপুরের সদরপুর উপজেলায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর হোসেনকে একটি ইজিবাইক প্রদান করা হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবির তার ব্যক্তিগত উদ্যোগে এটি প্রদান করেন।
রবিবার (০৬ জুলাই) দুপুরে জাহাঙ্গীর হোসেনের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুতজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক জাফর খাঁ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মৃধা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ প্রমুখ।