ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে অটোভ্যানের সাথে সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (০৭ জুলাই) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে একই উপজেলার ছোট মুচকুরনী গ্রামের কাচামাল ব্যবসায়ী আজিজুল মোল্লার ছেলে।
এর আগে রোববার (০৬ জুলাই) রাত ১০ টার দিকে ভাঙ্গার পুকুরিয়া বাজারে কাঁচামালের ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মহেশ্বরদী বাগমারা মোড়ে মোটরসাইকেলের সাথে অটোরিকশার সংঘর্ষে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পারিবারিক সূত্রে জানা যায়, পুখুরিয়া বাজারে কাঁচামালের ব্যবসা শেষ করে প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ। এসময় বাগমারা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি অটোভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করে। সোমবার সকাল ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫ । ১১:৩৩ এএম