ফরিদপুরে ভুয়া ডেন্টাল ডাক্তারের এক বছরের  কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫ । ৬:৪২ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. নাসির উদ্দিন (৩৬) নামে এক ভুয়া ডেন্টাল ডাক্তারকে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০৭ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলা পৌর সদরের থানার সামনে নাসির ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

মো. নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্লা।

আদালত সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন “নাসির ডেন্টাল” নামে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডেন্টাল ডাক্তার হিসেবে রোগী দেখে আসছিলেন। চিকিৎসা সনদ, নিবন্ধন ছাড়াই একজন ভূয়া দন্ত চিকিৎসক হিসেবে চেম্বার খুলে রোগী দেখে আসছিলেন। এ সময় তার চেম্বারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়াও একজন দন্ত চিকিৎসক ও তার চেম্বার হিসেবে যা যা থাকার কথা তার কিছুই নেই।

এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, তিনি একজন ভূয়া দন্ত চিকিৎসক। তার নেই কোন সনদপত্র, নিবন্ধন। তিনি একজন ভূয়া দন্ত চিকিৎসক হিসেবে রোগীদের দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিলেন। গোয়েন্দা সংস্থার ভিত্তিতে তার চেম্বারে অভিযান চালিয়ে সত্যতার প্রমাণ পেয়ে এবং একজন ভূয়া দন্ত চিকিৎসক প্রমাণিত হওয়ায় পরে তাকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন