
ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী হত্যাকান্ড এবং দেশব্যাপী চাঁদাবাজি, হামলা, দখলদারী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদপুর খেলাফত ছাত্র মজলিস ও ছাত্র-জনতা।
শনিবার (১২ জুলাই) বিকেলে ছাত্র-জনতার ব্যানারে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা। এর আগে দুপুরে ফরিদপুর চকবাজার মসজিদের সাামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে খেলাফত ছাত্র মজলিস।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানার সভাপতিত্বে ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ধরনের অরাজকতা, হত্যা ও চাঁদাবাজির মত ঘটনা অব্যহত রেখেছেন।
তারা বলেন, এভাবে একটা দেশ চলতে পারে না। গত ৫ আগস্টে যেমন ছাত্র-জনতা স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তেমনি খুনি ও চাঁদাবাজদের এই দেশ থেকে বিতাড়িত করবে।
এছাড়া শনিবার দুপুরে খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মীরা মিডফোর্ডে ব্যবসায়ী হত্যাকান্ড এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে ফরিদপুর জেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাফেজ মো. রেজওয়ানুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রবিউল ইসলাম, মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শেখ মো. হেলাল প্রমুখ। সমাবেশে বক্তারা খুনিদের বিচার চেয়ে প্রতিবাদ ও নিন্দা জানান।