তারেক রহমানের প্রতি এক নিঃস্বার্থ বিএনপি কর্মীর খোলা চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ১০:৪৪ পিএম

প্রিয় তারেক রহমান সাহেব,

আসসালামু আলাইকুম।

আমি একজন ছোট কর্মী, একজন সাধারণ বিএনপি সমর্থক, কিন্তু আমি বিশ্বাস করি—আপনার আদর্শ, আপনার নীতি, আপনার নেতৃত্বই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আশার আলো। আপনার ন্যায়ভিত্তিক চিন্তাভাবনা, মানবিক হৃদয় এবং অসীম ধৈর্য আমাদের কোটি মানুষের প্রেরণা।

কিন্তু আজ বুকভরা কষ্ট নিয়ে কিছু কথা আপনাকে জানাতে চাই। আমাদের বিএনপি—যে দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যায়, আদর্শ ও গণতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল—আজ কিছু কিছু অন্ধকার ও অশুভ শক্তির দ্বারা কলুষিত হচ্ছে। দলে এমন কিছু লোক জায়গা করে নিয়েছে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, হুমকি-ধমকি ও ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যবহার করার অপচেষ্টায় লিপ্ত। এরা নিজেদের নেতা বলে দাবি করে, অথচ দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

জননেতা তারেক রহমান সাহেব,
আপনি জানেন, আপনি একা এই বিশাল দল এবং দেশের দায়িত্ব কাঁধে নিয়ে পথ চলছেন। এই দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হলে আপনার পাশে চাই সততা, চরিত্রবান নেতৃত্ব এবং ত্যাগী মানুষদের। দলে থাকা এই সন্ত্রাসী ও অসৎ চক্রকে যদি এখনই চিহ্নিত করে সরিয়ে না ফেলা হয়, তাহলে ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলন দুর্বল হবে।

আমার অনুরোধ, আপনি সারা বাংলাদেশে একটি শুদ্ধি অভিযান শুরু করুন। যারা সত্যিকার অর্থে আদর্শবাদী, গণমানুষের বন্ধু, সৎ এবং সাহসী, তাঁদের আপনার নেতৃত্বে সামিল করুন। সমাজে অনেক ভালো, শিক্ষিত, চিন্তাশীল, ধার্মিক ও জনহিতৈষী ব্যক্তি আছেন—যাঁরা রাজনীতিতে আসতে চান না, কিন্তু জাতির জন্য অনেক কিছু দিতে পারেন। তাঁদের আপনি দলে ডাকুন, পাশে রাখুন।

একটা সত্য কথা—ভালো মানুষ রাজনীতি করতে এগিয়ে আসে না, আর খারাপ মানুষই নেতৃত্বের আসনে বসে পড়ে। তাই, এই বাস্তবতাকে পাল্টাতে হবে। ভালো লোকদের রাজনীতিতে আনুন, মূল্যায়ন করুন, যাতে আপনার নেতৃত্বে বিএনপি আবার becomes the people’s party, not the party of fear.

আমি জানি, আপনি বাংলাদেশকে ভালোবাসেন। আপনি চান ১৬ কোটি মানুষ শান্তিতে থাকুক। আমি হৃদয় থেকে বিশ্বাস করি, জনগণ সব সময় আপনার সাথেই থাকবে—যদি আপনি সত্য ও সুন্দরের পক্ষ নিয়ে থাকেন। আমাদের দল বিএনপি তখনই টিকে থাকবে, শক্তিশালী হবে, যখন এই দল সত্যিকারের মানুষের প্রতিনিধি হবে।

প্রিয় নেতা,
আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাকে শুধু আমার হৃদয়ের ভাষা জানালাম। আমার কথায় যদি কোথাও ভুল হয়, দয়া করে ক্ষমা করবেন। আমি শুধু চাই, বিএনপি হোক সত্য, ন্যায়, শান্তি ও মানুষের ভালোবাসার দল।

আল্লাহ আপনাকে হেফাজত করুন, শক্তি দিন, দীর্ঘজীবী করুন এবং বাংলাদেশকে আপনার হাত ধরে নতুন করে গড়ে উঠতে দিন। আমিন।

বিনীত,
সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, সাবেক নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সহ-সভাপতি, নগরকান্দা উপজেলা বিএনপি।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন