
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশে চারলেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরবাসী। এ সময় দ্রুত বাস্তবায়নে প্রশাসনসহ সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে সড়কটি অবরোধের আল্টিমেটাম দেয়া হয়৷ এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে “ভাঙ্গা-ফরিদপুর চারলেন দ্রুত বাস্তবায়ন” কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিরাপদ সড়ক আন্দোলন সহ ২৮ টি স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ মানববন্ধনে ও পরবর্তী সকল আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, জেলা বাস মালিক সমিতি ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ সুশীল সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন- দীর্ঘদিন যাবৎ অবহেলার শিকার হয়েছে প্রাচীনতম জেলা ফরিদপুর। বিগতদিনে কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি এই ফরিদপুরে। ফরিদপুর থেকে সকল অফিস নিয়ে গোপালগঞ্জে স্থাপন করা হয়েছে। আমরা আর অবহেলার শিকার হতে চাই না।
তাঁরা আরও বলেন- একটি জেলার উন্নয়নের চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থা। কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। আজ দীর্ঘদিন যাবৎ ফরিদপুর-মহাসড়কটি অবহেলায় পড়ে আছে। বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে উঠেছে। সড়কটি চারলেন করার উদ্যোগ নেয়া হলেও আজও কোনো দৃশ্যমান কাজ করা হয়নি। এমনকি ভূমি অধিগ্রহণের জন্য বিপুল পরিমাণ টাকা এলেও এখন পর্যন্ত ১ শতাংশ জমিও অধিগ্রহণ করা হয়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও জেলা প্রশাসন বা সড়ক বিভাগ কেন জমি অধিগ্রহণ করেনি, সেই টাকা কোথায় আছে, সংশ্লিষ্টদের জবাব দিতে হবে।
এ সময় তাঁরা সড়কটিতে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। বিভিন্ন ব্যানার ফেস্টুনে সড়কটিতে দুর্ঘটনা ও খানাখন্দের চিত্র তুলে ধরা হয়। তাঁরা অতিদ্রুত চারলেন কার্যক্রম শুরু করার দাবি জানান।
এতে বক্তব্য রাখেন- ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ভাঙ্গা-ফরিদপুর চারলেন দ্রুত বাস্তবায়ন কমিটির সদস্য ও তরুণ সংগঠক আবরাব নাদিম ইতু প্রমুখ।
এ সময় আল্টিমেটামের ঘোষণা দেন ভাঙ্গা-ফরিদপুর চারলেন দ্রুত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহামুদুল হাসান ওয়ালিদ। তিনি বলেন- এই সড়কে আমার পিতাকে হারিয়েছি। আমাদের একদফা, একদাবি, দ্রুত চারলেন বাস্তবায়ন করা। আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়া হলে ২৩ জুলাই সড়কটি অবরোধ করা হবে। ওইদিন মানুষের ভোগান্তি হলে জেলা প্রশাসক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দায়ভার নিতে হবে।