ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে ফরিদপুরে বিক্ষোভ

Faridpur Protidin
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ১০:০৪ এএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫ টা ৪৫ থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল অনুষ্ঠিত হয়।


জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের মোড় থেকে শুরু হয়ে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, ফজলুল হামিদ তামিম, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু খানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা মাঠে ছিল, আছে এবং থাকবে। বক্তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন