ফরিদপুরে এনসিপি নেতাকর্মীর বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ । ৭:১৬ পিএম

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির ‌ (এনসিপি) ‌বিক্ষোভ মিছিল ও পথসভা ‌ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার‌ (১৬ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ‌ উক্ত কর্মসূচির ‌ আয়োজন করা হয়।

গোপালগঞ্জে এনসিপির ‌ শান্তিপূর্ণ পদযাত্রায় ‌ কাপুরুষিত ‌ আওয়ামী সন্ত্রাসীদের ‌ হামলার প্রতিবাদে ‌ উক্ত ‌ বিক্ষোভ মিছিল ও ‌পথসভা ‌ অনুষ্ঠিত হয়।

এনসিপি জেলা কমিটির ‌ প্রধান সমন্বয়কারি ‌ সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষ ‌সূচনা স্থানে ফিরে আসে ।

এ সময় উপস্থিত ছিলেন- ‌ ১ নং যুগ্ম সমন্বয়কারী এসএম জাহিদ হোসেন ,‌ যুগ্ম সমন্বয়কারী সাইফ খান , যুগ্ম সমন্বয়কারী ‌ জিল্লুর রহমান, যুগ্ম সমন্বয়কারী বাইজিদ হোসেন ‌ শাহেদ , মোঃ কামাল হোসেন, শ্রমিক উইং এর ফরিদপুর জেলা শাখা সমন্বয়কারী জুনায়েদ জিতু, সদস্য এস এম ‌ ‌ আকাশ ‌, বাচ্চু শেখ প্রমুখ।

সংক্ষিপ্ত সভায় বক্তারা ‌ গোপালগঞ্জে ‌ এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ‌ আওয়ামী লীগ ও তার সহযোগী ‌ সংগঠনের সন্ত্রাসীদের ‌ হামলার নিন্দা জ্ঞাপন করেন। এছাড়া অবিলম্বে ‌ এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ‌ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন