
ফরিদপুরে অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় আসাদুজ্জামান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান মধুখালী উপজেলার আশাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাজবাড়ি রাস্তার মোড়ে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামানের তার মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।