ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ মামলায় সাইফুর রহমান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।
সাজাপ্রাপ্ত সাইফুর রহমান ফরিদপুর পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার মহিউদ্দিন রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার সাইফুর রহমানের বাড়িতে ওই শিশুকন্যা বাবা-মায়ের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত ২০২৩ সালের ২১ অক্টোবর রাতে সাইফুর রহমান ওই শিশুটিকে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় সাইফুর রহমান। পরে শিশুটিকে এ ঘটনা কাউকে বলতে মানা করে সাইফুর, কাউকে কিছু বললে, তাকে এবং তার বাবা-মা ও ভাইকে হত্যা করার হুমকি দেয়।
এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায় শিশুটি। পরে শিশুটির বাবা-মা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলার সাক্ষ্য ও শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, শিশুকন্যাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সাইফুর রহমান। পরে শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এই রায়ে আমরা খুশি। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ । ৫:০৫ পিএম