সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ১:৫৫ পিএম

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (৬ টি ঢাল, ৭টি বল্লম) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে ওই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আগুলদিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র হিসেবে ৬টি ঢাল ও ৭টি বল্লম উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন