
বৃষ্টি হলেই রাস্তা জুড়ে হাঁটুপানি, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। এ চিত্র ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাঁকাইল পাগলের আস্তানা থেকে বিশ্বাস পাড়া জামে মসজিদ প্রর্যন্ত প্রায় ৭০০মিটার সড়কে।
এ অবস্থার জন্য সরকারি খালের ওপর অপরিকল্পিতভাবে স্থপনা নির্মাণ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। তারা বলেছেন সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় এ সড়ক। চলাচলেল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। হাঁটুপানি সড়কে অনেক সময় অটোভ্যান ও মোটরসাইকেল উল্টে পড়ে যায়। অনেকেই আহত হয়েছেন।
আলফাডাঙ্গা সদরে প্রবেশ মুখে বাঁকাইল এলাকার সড়কটি এখন হাঁটুপানি রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক শতাধিক অটোভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বিশেষ করে পৌরসভার এই কার্পেটিং সড়ক দিয়ে অবৈধ মাটির ট্রলি চলাচল করে রাস্তার বেহাল দশা হয়েছে।
সরেজমিন রাস্তায় গিয়ে দেখা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে রাস্তার মাঝে হাঁটুপানি জমে গেছে। কোনো মানুষ পায়ে হেঁটে চলতে পারছে না। প্রায় আধা কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে সদর বাজারে প্রবেশ করতে হচ্ছে পথচারীদের। পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সড়কের পাশ দিয়ে কোনো একসময় সরকারি খাল ছিল, অনেকেই সেই খালের জায়গা দখল করে অপরিকল্পিতভাবে বড় বড় স্থাপনা তৈরি করেছেন। যার জন্য পানি বের হতে পারছেনা।
স্থানীয় বাসিন্দা উপজেলার চরডাঙ্গা মর্নিংস্টার স্কুলের শিক্ষিকা চায়না রাণী সাহা বলেন, এ সড়ক সংলগ্ন আমাদের বাসা। সড়কে পানি জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এখন বাসা থেকে বের হতে পারছি না। অচিরেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এ সড়ক দিয়ে রোজ শত শত যানবাহন যাতায়াত করে। আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। এর একটি স্থায়ী সমাধান করতে হবে।
স্থানীয় ভূক্তভোগী উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমীর সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টি হলেও পানি জমে যায়, পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার মোটরসাইকেল অন্যের বাড়িতে রাখতে হচ্ছে। এ সড়কটি পৌরসভার মধ্যে একটি ব্যস্ততম সড়ক। এলাকাবাসীর দাবি এর একটি স্থায়ী সমাধান।
সড়ক সংলগ্ন বাসিন্দা মরণ সাহা বলেন, এই সড়কটি যখন নতুন করে কার্পেটিং করে অনেক উচু ছিল ও ভালো ছিল। কিন্তু এ সড়ক দিয়ে প্রায় দিনই মাটির ট্রাক প্রবেশ করে রাস্তার বেহাল দশা করে ছেড়েছে। রাস্তাটি সংষ্কার করে মাটির ট্রাকসহ ভারি যান চলাচল বন্ধ করতে হবে।
আলফাডাঙ্গা পৌরসভার প্রকৌশলী জাকারিয়া আলম জানান, আপনার মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি অবগত করেছি। পানি নিষ্কাশন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বিষয়টি আপনার মাধ্যামে জানতে পারলাম। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর একটি ব্যবস্থা গ্রহণ করবো। বর্ষার মৌসুম শেষ হলে সড়কের কাজ ধরা হবে। তার আগে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হচ্ছে। খাল দখল ও অবৈধ স্থাপনার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন রাসেল ইকবাল।