সালথায় ভ্যানচালক হত্যা নিয়ে ধুম্রজাল, মুখ খুলছেনা কেউ!

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৪:৪০ পিএম

ফরিদপুরের সালথায় মফিজ শেখ (৩৫) নামের এক ভ্যানচালক হত্যা নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মরদেহের গলায় দাগ, মুখে ও গালে রক্তের ছাপ থাকলেও এ বিষয়ে কেউ মুখ খুলছেনা। এমনকি নিহতের পরিবারও বিষয়টি নিয়ে লুকোচুরি করছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মফিজ শেখ ওই এলাকার সিদ্দিক শেখের ছেলে বলে জানা যায়। সে ভ্যান চালিয়ে ও কৃষি কাজ করে সংসার চালাতেন।

স্থানীয় একটি সূত্র জানায়, মফিজ শেখ ভ্যান চালিয়ে ও মাঝেমধ্যে কৃষিকাজ করে সংসার চালাতেন। তিনি বিবাহিত। মফিজকে চুরির অপবাদে নির্যাতন করে হত্যা করা হতে পারে বলে কয়েকজন বলছেন। কিন্তু নিহতের পরিবার বলছে স্ট্রোক করে মারা গেছে মফিজ। তাদের চোখ-মুখ দেখে বোঝা যাচ্ছে পরিবার কোনো এক কারণে হত্যার বিষয়টি লুকাচ্ছে। এছাড়া স্থানীয়রা কেউ হত্যার বিষয়ে মুখ খুলছেনা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে সত্যটা বের করা হবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন