সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে চরভদ্রাসনে মানববন্ধন

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ৫:৫২ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (১১আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে অংশ নেন চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, আবদুস সবুর কাজল ও আবুল কালাম প্রমুখ।

অর্ধঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংবাদিক মুস্তাফিজুর রহমান শিমুল, মো. লিয়াকত আলী লাভলু, মো. উজ্জল হোসেন, মো. আসলাম হোসেন, আহাম্মেদ আল ইভান ও মো. সাজ্জাদ হোসেন সাজু।

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তারা বলেন- দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে যা অত্যান্ত দুঃখজনক। গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমে ভয়ভীতি ও ‘মব’ সংস্কৃতি দ্রুত বন্ধ করা প্রয়োজন।গণঅভ্যুত্থ্যানের পর দেশের মানুষ যে অবাধ নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, তা আজও পূরণ হয়নি বলে মন্তব্য করেন বক্তারা।

উল্ল্যেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন