
ফরিদপুরের ভাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃক্ষরোপন শেষে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
লায়ন খন্দকার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মরতুজা খান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, পাট কর্মকর্তা এহসানুল হক, বিএনপির সাবেক উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা আইয়ুব মোল্লা, মিজানুর রহমান পান্না, ফজলে সোবাহান শামীম, এনসিপির উপজেলা সমম্বয়ক আশরাফ শেখ সহ সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।