
ফরিদপুরের ভাঙ্গায় মাত্র ২০ হাজার টাকার জন্য জন্য বড় ভাইয়ের হাতে মার খেল ছোট ভাই। ঘটনাটি ভাঙ্গা পৌরসভার রায়পাড় সদরদী এলাকার।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬ টার সময় সময় ভাঙ্গা পৌরসভার রায়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বাড়ির কিছু গাছ বিক্রি করে ২০ হাজার টাকা পায় মৃত নেপাল মন্ডলের ছেলে নৈদার চান মন্ডল । সেই টাকা স্থানীয়ারা সালিস বৈঠকে তাদের বৃদ্ধা মা বিমলা রানী মণ্ডলের ভবিষ্যৎ চিকিৎসার জন্য রেখে দেওয়ার কথা হয়। কিন্তু বড় ভাই গোবিন্দ চন্দ্র মন্ডল সেই টাকার ভাগ দাবি করেন তার ছোট ভাই নৈদার চান মন্ডলের কাছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গোবিন্দ মন্ডল এবং তারে ছেলে গোপাল মন্ডল, অপূর্ব মন্ডল স্ত্রী রাধা রানী দেবী, তার মেয়ে অদ্বিতী জোট বদ্ধ হায়ে নৈদার চান মন্ডলকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই বিষয়ে বিমলা রানী জানান, তার ভবিষ্যৎ চিন্তা করে গাছ বিক্রি করে ২০ টাকা তার ছেলে নৈতা মন্ডলের কাছে রাখা হয়। কিন্তু বড় ছেলে গোবিন্দ মন্ডল টাকার ভাগ দাবি করে। টাকা না দেওয়ায় নৈতা চন্দ্র মন্ডলকে মারধর করে।
উল্লেখ্য, বিমলা রানীর স্বামীর মৃত্যুর পর ছেলে নৈতা চনদ্র মন্ডল দেখভাল করছেন অন্য ছেলেরা ভরনপোষণ দেন না।
এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি, তবে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।